চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে । গত রোববার রাতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদের থানায় রাখা হয়েছে না কি কারাগারে প্রেরণ করা হয়েছে তা সোমবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট