চট্টগ্রাম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পলিথিনের বিরুদ্বে ১৯৯ অভিযান, ৪৮ দিনে জরিমানা আদায় ২৬ লাখ টাকা

অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৪ | ৭:২৭ অপরাহ্ণ

দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর ৪৮ দিনে ১৯৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

 

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে অভিযান শেষে এসব জানান তিনি।

 

তপন কুমার বিশ্বাস বলেন, গত ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৯৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ৫০ হাজার ৫৫৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।

 

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরিবেশ ও বায়ুদূষণের বিরুদ্ধে সব ধরনের অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট