চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নভেম্বরে ৪১৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭, আহত ৭৪৭ : যাত্রী কল্যাণ সমিতি

অনলাইন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ১:০২ অপরাহ্ণ

বিদায়ী নভেম্বর মাসে দেশে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৭ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৪৭ জন। এ ছাড়া সড়ক, রেল ও নৌপথে ৪৮৬টি দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮১৯ জন। এ সময় মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনা সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদটি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। নৌপথে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ২৯ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, ১০৬ টি সড়ক দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ২৬৪ জন আহত হয়েছেন।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট