চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৬ ডিসেম্বরে ‘ভারতের বিজয়’ বলে মোদীর পোস্ট, আসিফ নজরুলের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:১২ অপরাহ্ণ

একাত্তরে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেইসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন।

এতে তিনি লিখেছেন, “তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।”

দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫৩তম বার্ষিকী পালন হচ্ছে সোমবার।

এ দিনে মোদীর ফেইসবুক পোস্টে লেখা হয়, “আজ বিজয় দিবসে, আমরা সম্মান জানাই সেইসব সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছেন। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং এনে দিয়েছে আমাদের জন্য গৌরব। এ দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

নরেন্দ্র মোদীর এই পোস্টের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদ জানানো হবে কি না তা জানার জন্য আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট