স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সীমান্তে কোনও ধরনের আতঙ্কিত হওয়ার কিছু ঘটে নাই। আমরা সব সময় প্রস্তুত আছি যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য।’
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির রুদ্ধদ্বার সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কিছু কিছু জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে। আমরা নির্বাচনের সময় কিছু কিছু জায়গা থেকে বিজিবি সরিয়ে নিয়েছি, সেই সব জায়গায় নতুন করে বিজিবি মোতায়েন করা হচ্ছে, অন্য কিছু নয়।’
উপদেষ্টা বলেন, ‘একসময় রংপুরকে মঙ্গাপীড়িত এলাকা বলা হতো। এখন কিন্তু মঙ্গা নেই, খাদ্যে উদ্বৃত্ত এলাকা রংপুর। এবার রংপুর ও রাজশাহী বিভাগে প্রচুর ধান উৎপাদন হয়েছে। সারের কোনও সংকট নেই। সারের সংকট দেখলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। কোনও ধরনের অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আলুর বীজ সংকট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে বিগত ৭-৮ বছর আলুচাষিরা আলু চাষাবাদ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ২-৩ বছর ধরে কৃষকরা একটু লাভবান হচ্ছেন। আমরা চেয়েছিলাম কৃষকরা আলু চাষ করে দু-চার পয়সা পাক কিন্তু তা হচ্ছে না। এবার আলুচাষিদের চেয়ে মধ্যস্বত্বভোগীরা আর ধনীরা আরও বড়লোক হতে চাচ্ছে। এটা যেন না হয়, সেদিকে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা তা নিচ্ছি।’
ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ