যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে- এটা আমি অস্বীকার করবো না। আমি এখনও বলি ভুয়া এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া এবং মিথ্যা মামলা যাতে না হয়, সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।
তিনি আরও বলেন, যারা ভুয়া ও মিথ্যা মামলা করছেন তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেব। ভুয়া ও মিথ্যা মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, ওই কমিটিও সেটা দেখবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা একটা প্রস্তাব দিয়েছি, সেটা এখনও ফাইনাল হয়নি। প্রত্যেক জেলায় জেলায় ডিসি, এসপি সাহেবরা থাকবেন, আইন কর্মকর্তারা থাকবেন। তারা সবাই মিলে নিরূপণ করবেন প্রকৃত অবস্থা কী।
১-১৬ ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আইনশৃঙ্খলার ব্যাপারে মোটেও উদ্বিগ্ন নই। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থায় চলে এসেছে। আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে।
আওয়ামী লীগ কোন ধরনের অরাজকতা করতে পারে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে কেউ কোন অরাজকতা করলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
পূর্বকোণ/মাহমুদ