চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

৮৫ গাড়ির নিলাম কাল, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

বিভিন্ন সময়ে আমদানি হয়েও খালাস না হওয়া ৮৫টি গাড়ি অনলাইন নিলামে বিক্রির জন্য তোলা হবে আগামীকাল সোমবার। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ অনলাইন নিলামে (ই-অকশন) ওই গাড়িগুলো বিক্রির জন্য অন্তর্ভুক্ত করেছে।

 

এই ৮৫টি গাড়ির মধ্যে বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে। এতে ১৫ লাখ থেকে ২ কোটি টাকারও গাড়ি রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- টয়োটা হ্যারিয়ার, এক্সিও, নোহা, প্রাডো, ফিয়েলডার, এসকিউয়ার, ল্যান্ড ক্রুজার, এক্স করোলা, এক্স ট্রেইল, রোডস্টার, প্রিউজ, গ্রেইজ, বিভিন্ন ধরনের ড্রাম ট্রাক, লোডার, নিশান নিউনেস ইত্যাদি।

 

আজ রবিবার সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে দর গ্রহণ করা হবে। অনলাইন নিলাম হওয়ায় এই নিলামে চট্টগ্রামসহ সারা দেশের আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে। তার আগে গতকাল শনিবার ও গত শুক্রবার দুইদিন আগ্রহীরা স্বশরীরে গাড়ি দেখার সুযোগ পেয়েছেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট