চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পদত্যাগ করেছেন হাইকোর্টের সেই ৩ বিচারপতি

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

 

এই তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সাল থেকে তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল।

 

এ বিষয়ে তৎকালীন এটর্নি জেনারেল বলেছিলেন, অভিযোগ সেটা অনুসন্ধানের পরেই জানা যাবে। কী অভিযোগ তা জনসম্মুখে প্রকাশ করাটা আমি মনে করি বিচার বিভাগের জন্য শুভ হবে না। আর এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির ব্যাপার এবং সেভাবেই দেখতে হবে।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট