চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান হবে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ৫:৩৬ অপরাহ্ণ

দেশে বর্তমানে গ্র্যাজুয়েট বেকারের সংখ্যা ২৫ থেকে ২৬ লাখের মতো জানিয়ে যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে ছয় মন্ত্রণালয়ের প্রকল্প ও রাজস্ব খাত মিলিয়ে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আজকে যে সংখ্যাটা এসেছে- এটা ছয় মন্ত্রণালয়ের। এর মধ্যে ২ হাজার ৪৬৮ জনের রাজস্ব খাতে ও প্রকল্প বা ট্রেনিংয়ের মাধ্যমে ৮৩ হাজার ৮০৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এর মধ্যে এর থেকে বেশি করতে পারব। ভবিষ্যতে যাতে আরও বেশি করা যায়, সেই রকম ব্যবস্থা আমরা নিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরও কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি।”

রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সংখ্যার হিসাব দিয়ে তিনি বলেন, “ট্রাফিকে ৭০০ জন যুক্ত হওয়ার কথা। ইতোমধ্যে আমরা ২১৪ জন যুক্ত করেছি।”

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি-বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বিগত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন যুব প্রশিক্ষণরত।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে।”

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট