চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে। খাদ্য মজুদ বাড়ানোই এখন আমাদের লক্ষ্য। সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের সব সমস্যা চিহ্নিত করে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখতে হবে।’ এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
আলী ইমাম মজুমদার গত ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বড় ধরনের কোনও প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।’