ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ১৩৭ জন। রবিবার (১০ নভেম্বর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে নভেম্বরের প্রথম ১০ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৫৭৬ জন। আগের মাস অক্টোবরে একই সময়ে মৃত্যু হয়েছিল ৩৬ জনের, হাসপাতালে ভর্তি হয়েছিল নয় হাজার ৪৬৭ জন। অর্থাৎ মৃত্যু বেড়েছে ৬২ শতাংশ এবং আক্রান্ত ৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৪২৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬২ জন, ঢাকা বিভাগে ৩৫১ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, বরিশাল বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৩৩ জন ও সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়।
এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৭২ হাজার ৩৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সে আক্রান্ত ৩০ হাজার ৮৩৮ জন। যা মোট আক্রান্তের ৪৩ শতাংশ। এই বয়সে মারা গেছে ৮৪ জন।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৬৪২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৭৪ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯২২ জন।
এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২জন ও মৃত্যু ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন ও এদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের।
পূর্বকোণ/এমটি/পারভেজ