গুলিস্তান এবং জিরো পয়েন্ট এলাকার দখল নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগ বিরোধী সংগঠন ও রাজনৈতিক দলগুলো। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজনীতিতে হঠাৎ উত্তেজনার জেরে রাজপথ দখলে নেন তারা। এ সময় ‘আওয়ামী ফ্যাসিবাদ’ বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন আওয়ামী বিরোধীরা। তারপর থেকে তারা ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ফ্যাসিবাদের দোসরদের, ঠাঁই নাই বাংলায়’, ‘খুনি কে খুনি কে, শেখ হাসিনা শেখ হাসিনা’- এমন নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
জানা যায়, দুপুর ১টার দিকে গুলিস্তানের আওয়ামী লীগের কার্যালয়ের পাশে এক ব্যক্তি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তারপর তাকে স্থানীয় জনতা ধাওয়া ও কিল-ঘুষি দিয়ে পুলিশে সোপর্দ করে।
দুপুর সোয়া ১টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে, ‘কোন নেত্রী আছে, কোন সে নেত্রী; খালেদা জিয়া’, ‘তারেক রহমান বীরের বেশে, ফিরবে আবার বাংলাদেশে’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘আমার সোনার বাংলায়, শেখ হাসিনার ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষণা দেয়, তারা গুলিস্তানের জিরো পয়েন্টে জমায়েত করবে। অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ আওয়ামী বিরোধীরা তাদের প্রতিরোধের ডাক দেয়। এ উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
অন্যদিকে, গুলিস্তান, নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
পূর্বকোণ/মাহমুদ