চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অর্থ আত্মসাৎ: ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ জনকে দুদকে তলব

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ

ঋণ দেওয়া-নেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ২০ কর্মকর্তাসহ ২৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য নিতে তাদের তলব করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর)  এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধান কমিটির দল নেতা উপ-পরিচালক ইয়াছির আরাফাত এই তলবের চিঠি দিয়েছেন। আগামী ১০ নভেম্বর তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ দুদকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।’

যাদের দুদকে তলব করা হয়েছে তারা হলেন– চট্টগ্রামের আসাদগঞ্জের ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. গোলাম সরওয়ার চৌধুরী, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের মনিটরিং ডিভিশনের এসএভিপি মোহাম্মদ নজরুল ইসলাম, বিভাগীয় প্রধান এসডিপি মো. খালেকুজ্জামান, এসইভিপি মোহাম্মদ সাবির, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ আলী, মো. ফরিদ উদ্দিন, মুহাম্মদ সাইদ উল্লাহ, তাহের আহমদ চৌধুরী, আবু সৈয়দ মো. ইদ্রিস, এএএম হাবিবুর রযমান, হাসনে আলম, মো. আব্দুল আবার, মো. সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করিম, মিফতাহ উদ্দিন, এএফএএম কামালুদ্দিন, মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হোসাইন, কিউ এম হাবিবুল্লাহ, জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, মো. কাওসার আলী এবং মো. ওমর ফারুক খান।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট