চট্টগ্রাম সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

 গুজব না ছড়ানোর আহ্বান

সেন্টমার্টিন লিজ ইস্যুতে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ

সেন্টিমার্টিন দ্বীপকে বিদেশি কোনও রাষ্ট্রের কাছে ইজারা দেওয়ার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

 

শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলেও ওই পোস্টে জানানো হয়।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টের ওই পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মার্কিন সেনাদের সঙ্গে বাংলাদেশে সেনাবাহিনীর সদস্যরা বৈঠক করছে। ছবিটি ২০২৩ সালে ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী ও এশিয়া পাসিফিক অঞ্চলবিষয়ক মার্কিন সেনাদের নিয়মিত একটি বৈঠকের। এর সঙ্গে সেন্টমার্টিন দ্বীপ মার্কিন সেনাদের কাছে ইজারা দেওয়ার কোনো সম্পর্ক নেই।

 

এতে আরও বলা হয়, বৈঠকটি আমেরিকার হাইওয়ে ফোর্ট সেফটারে অনুষ্ঠিত হয়েছিল। এ ধরনের বৈঠক কয়েক বছর ধরে দুদেশের মধ্যে নিয়মিতই হয়ে থাকে। তাই সেন্টমার্টিন দ্বীপের সাথে আলোচনার সম্পর্কযুক্ত যেকোনো পোস্ট একটি গুজব। এ ধরনের গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট