চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে: ইনসানিয়াত বিপ্লব

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আগস্ট বিপ্লবোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, এসব কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে ওই দাবি জানায় দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করলে পুলিশি বাধার মুখে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেন।

বিক্ষোভ সমাবেশে ইমাম হায়াত অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে ধর্মীয় রাজনীতির নামে ধ্বংসাত্মক ও গণতন্ত্রবিরোধী জঙ্গিবাদের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা কাঠামো ধ্বংস করে জনগণের জানমাল চরম নিরাপত্তাহীন মহা বিপজ্জনক অনিশ্চিত অরক্ষিত করে তুলেছে।

তিনি বলেন, তাদের কারণেই দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। ‌ তাই অতি দ্রুতই সরকার ভেঙে দিতে হবে। দেশের জনগণই দেশকে রক্ষা করবে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, সহ-সভাপতি আরেফ সারতাজ, সূফি আহমেদ শাহ মোর্শেদ প্রমুখ।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট