চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নারী ফুটবলারদের কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪ | ৮:০১ অপরাহ্ণ

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সাবিনা খাতুনদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা। এদিন উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ১ কোটি টাকা দেওয়া হয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা পা রাখেন ঢাকার মাটিতে।সাফজয়ী নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে যাত্রা শুরু করে।  তাদের বরণ করে নিতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট