চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

হত্যা মামলায় সাবেক এমপি লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ৮:১১ অপরাহ্ণ

ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান  বলেন, ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় হওয়া দুটি মামলায়ও এম এ লতিফকে গ্রেপ্তার দেখান পৃথক আরেকটি আদালত।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট