জুলাই ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেটির স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার দায়িত্বে দেওয়া হযেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিসকে। তারা এক মাস পরে প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। পরে ওই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত দলকে এক মাস সময় দেওয়া হয়েছিল। তারাই এক মাস সময় চেয়েছিল। তাদের রিপোর্ট দিতে একমাস সময় লাগবে।’
তদন্ত দলের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘তাদের বিশেষ একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রায় এক মাস কাজ করা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম রিপোর্ট দিতে কতদিন লাগবে এবং তিনি (ভলকার টুর্ক) জানিয়েছেন আরও হয়তো একমাস সময় লাগবে। মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে সেটির ওপরে তারা রিপোর্ট তৈরি করছে।’