চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

‘বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়’

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছে। গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী এই সরকার। বিএনপিকে ভাঙার যতরকম ষড়যন্ত্র, সব করেছিল তারা। কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি ছিল-আছে-থাকবে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

 

শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ডা. জাহিদ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

 

অ্যাব কুমিল্লা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে অ্যাব’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, অ্যাব’র সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীন, অ্যাব কুমিল্লা চ্যাপ্টার সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট