চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ধর্ম ও রাষ্ট্র অপশক্তির গ্রাসে জবরদখল হলে ধ্বংস অনিবার্য : ইমাম হায়াত

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আওয়ামীলীগ স্বৈরাচারের পতনের পর জনগণ মনে করেছিল সকল অপশক্তির গ্রাস থেকে দেশ ও গণতন্ত্রের মুক্তি মিলবে। এবং জনগণের নিরাপত্তা-স্বাধীনতা ও অধিকার ফিরে পাবে। কিন্তু সেই আশা আশাই রয়ে গেলো। আমরা সর্বস্তরের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে ছিলাম।

 

রোববার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

বিবৃতিতে তিনি বলেন, মুক্তির আশা নিষ্ফল ও ব্যর্থ হয়ে এবং মুক্তির আন্দোলন ছিনতাই হয়ে গেছে। অসহনীয় আফসোস ও প্রাণান্তকর যন্ত্রণার সাথে আমরা লক্ষ্য করছি ইসলামের শত্রু ও জীবনের শত্রু এবং দেশের শত্রু, ধর্মের মুখোশে অধর্ম উগ্রবাদি মানবাধিকার বিধ্বংসী, খুনি পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতির দল, জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তার শত্রু, আন্তর্জাতিক জংগীবাদি হিংস্র সন্ত্রাসবাদের এ দেশীয় শাখা এখনো সক্রিয়। আওলিয়া কেরামের দুশমন, ঈমানবিধ্বংশী মওদুদিবাদি জামাত শিবিরকে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এখন মাথাছাড়া দিয়ে উঠছে। জামাত শিবিরকে ক্ষমতাসীন করার চক্রান্তের মাধ্যমে আমরা দেশ ও জনগণ এবং আমাদের ঈমানী অস্তিত্ব ও আমাদের রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসাত্মক বর্তমান অবৈধ ক্ষমতাসীন মীরজাফরদের গ্রাসে বিপন্ন হয়ে পড়ছি।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশকে জঙ্গীবাদের ধ্বংসাত্মক গ্রাসে নিমজ্জিত করার জন্য জঙ্গীবাদি সাম্প্রদায়িক অপরাজনীতির দলের নেতাকে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। যার কারণে জঙ্গীবাদের উত্থান হয়ে মাজার ও বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও পীর বুজুর্গদের খানকায় হামলা খুন সন্ত্রাস ধ্বংসযজ্ঞ অগ্নিসংযোগ চলছেই। আমরা আমাদের ঈমানী আকিদা আদর্শ ও যার যার ধর্ম ও জীবনের নিরাপত্তা স্বাধীনতা মর্যাদা অধিকার নিয়ে চলা আতংকজনক ও বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

 

বিবৃতিতে ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীনদের সহযোগিতায় মওদুদিবাদ ওয়াবিবাদ ইত্যাদি অধর্ম উগ্রবাদ জংগীবাদ সন্ত্রাসবাদ জোটবদ্ধ হয়ে রাষ্ট্র জবরদখলের চক্রান্ত করছে। ভবিষ্যত নির্বাচনও ক্ষমতাসীনদের কৌশলগত রাষ্ট্রীয় মদদে জঙ্গীবাদের ষড়যন্ত্র ও সন্ত্রাস এবং বিগত স্বৈরাচারগুলোর দলীয় গুণ্ডাতান্ত্রিক সন্ত্রাসে ভূয়া নির্বাচনের আশংকা দেখা দিয়েছে। যার লক্ষণ ক্ষমতাসীন ইন্টেরিম সরকার সব নিবন্ধিত রাজনৈতিক দলকে না ডেকে, সবার সাথে আলোচনা না করে, সবার কথা না শুনে কেবল দেশের শত্রু জঙ্গীদের ডেকেই সব অবৈধ বৈঠক করে জঙ্গীদের অবাঞ্ছিত গুরুত্ব দিয়ে তাদের অশুভ হাতে দেশ তুলে দেয়ার ষড়যন্ত্র করছে।

 

তিনি বলেন, আমাদের সব সক্রিয় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কেবল জঙ্গীবাদি সাম্প্রদায়িক অপরাজনীতির দলকে ডেকে বৈঠক করা, যা আগামী নির্বাচনকে অবশ্যই প্রভাবিত করবে। অদৃশ্য মোনাফেকি স্টাইলের প্রহসণের মাধ্যমে জঙ্গীদের প্রতিষ্ঠার নিশ্চিত করতে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, দয়াময় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের উপর ভরসা করে নিশ্চিতভাবে দাবি করতে পারি যে- আমরা দেশের বিশ্বস্ত রক্ষক ঈমানদার ও সকল ধর্মের মানবিক ভাই বোন মিলে সকল অপশক্তি থেকে দেশ ও জনগণের জীবন নাগরিকত্ব স্বাধীনতা বাঁচানোর জন্য একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হলে সকল অপশক্তি থেকে দেশ ও আমাদের সবার জীবন ও সবার মানবতার ধর্ম রক্ষা পাবে।

 

ইমাম হায়াত বলেন, আমরা সবিনয়ে দেশবাসী সকল ভাইবোনকে স্মরণ ও সতর্ক করিয়ে দিচ্ছি যে- সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব ধর্মের সবার মানবিক স্বার্থ ও ধর্মীয় স্বাধীনতার রক্ষক একমাত্র রাজনীতি মানবতার রাজনীতি। সব মানুষের জীবন নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা ভিত্তিক একমাত্র রাষ্ট্রব্যবস্থা- সকল বস্তুর ঊদ্ধে মানবসত্তা ও মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের নিজ নিজ জীবনের আত্মমালিকানা এবং রাষ্ট্র ও সম্পদের সম্মিলিত মালিকানার ভিত্তিতে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া।

 

ইমাম হায়াত আরও বলেন, আমরা আরো স্মরণ ও সতর্ক করছি যে একক ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের নামে একক গোষ্ঠীবাদি হিংস্র অপরাজনীতি ও একক বস্তুবাদি জাতিবাদি চেতনার ভিত্তিতে একক গোষ্ঠীবাদি পাশবিক অপরাজনীতির মত বিষাক্ত ও মানবতাবিধ্বংসী অপরাধ এবং স্রষ্টা ও সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ আর কিছুই নেই। একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের প্রতিষ্ঠা বা ধর্মের বিজয় নয় ধর্মের মৃত্যু- রাষ্ট্রের মৃত্যু- জীবনের স্বাধীনতার মৃত্যু- মানবাধিকার ও গণতন্ত্র এবং মানবতার মৃত্যু ।

 

তিনি বলেন, একক ধর্মের নামে একক গোষ্ঠীর রাষ্ট্র মানে ধর্ম নয় ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ রাষ্ট্রক্ষমতার বলে বলপূর্বক চাপিয়ে দিয়ে আসল ইসলাম বা আসল ধর্ম হত্যা করা। ইসলাম চাপিয়ে দেয়ার ধর্ম নয়। ইসলামের নাম নিলেই বা দাবি করলেই ইসলাম হয় না। ইসলামের নামে ইসলামের বিপরীত অনেক কুফরি মতবাদের মোনাফেকি ধোকা আছে।

 

তিনি আরও বলেন, ইসলাম কেবলমাত্র আতংকমুক্ত চাপমুক্ত নিরাপদ স্বাধীন পরিবেশে হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধির ভিত্তিতে তাওহীদ রেসালাতের বন্ধন। ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা আল্লাহতাআলার মহান রাসুল রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত এবং ইসলামের নির্দেশিত রাজনীতি কেবল সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।

 

তিনি বলেন, মানবতার রাষ্ট্র একইসাথে মানবজীবনের প্রাকৃতিক রাষ্ট্রব্যবস্থা এবং মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য বিষয় ও জীবনের প্রাকৃতিক রাজনৈতিক দিকদর্শন। নিকট ইতিহাসে আমরা উপমহাদেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ অপশক্তির গ্রাস থেকে নিজেদের জীবন নিরাপত্তা ধর্ম দেশ অধিকার জীবনের স্বাধীনতা ও অর্থনীতির মুক্তির লক্ষ্যে একমাত্র সঠিক ধারা মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতির বিপরীতে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি ও মানবতাবিরুদ্ধ বস্তুবাদি জাতীয়তাবাদি সংঘাতমূলক চেতনার অপরাজনীতির চোরাবালির শিকার হয়ে ফাঁদে পড়ে বারবার প্রতারিত ও এক ধ্বংসের পর অধিকতর ধ্বংস হয়েছি।

 

বারবার ভুল পথে চলে জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসেনি কোথাও। আমরা উপমহাদেশের মানুষ ভুল পথে প্রতারক নেতৃত্বে মুক্তির লক্ষ্যে ৪৭ ও ৭১ এর বিভক্তি এবং এদেশের সর্বশেষ ২৪ এর পট পরিবর্তন-কোনো পরিবর্তনেই আমাদের জীবন বা আমাদের ধর্ম ও রাষ্ট্রের মুক্তি আসে নাই, গণতন্ত্র আসে নাই, অধিকার স্বাধীনতা নিরাপত্তা আসে নাই,
বরং ভুল পথে ভুল নেতৃত্বে প্রতারণা বিশ্বাসঘাতকতার কারণে প্রতিটি পরিবর্তন আগের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, কিন্তু আমাদের বাঁচতে হবে, অপশক্তির ধোকার কাছে ষড়যন্ত্রের কাছে আত্মসমর্পণ না করে অস্তিত্ব রক্ষায় অবশ্যই সঠিক পথে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের জীবন ধর্ম দেশ রাষ্ট্র অধিকার মর্যাদা স্বাধীনতা নিরাপত্তা অপশক্তির চক্রান্তের ফাঁদে বিসর্জন দিয়ে মিথ্যা ও জুলুম স্বৈরদস্যুতার দাসত্বে আত্মসমর্পণ করে স্রষ্টা ও স্রষ্টার রাসুল এবং সত্য ও মানবতার সকল শহীদ ও নিজেদের জীবনের সাথে বেঈমানী বিশ্বাসঘাতকতা করে আত্মহত্যা করতে পারিনা।নিজের জীবন ও ধর্ম দেশ রাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার মানবতার রক্ষায় মানুষ দাবির সত্যতায় সব মানুষের মানবাধিকারে বিশ্বাস করতেই হবে, নিজের ও সবার মানবাধিকার রক্ষায় সক্রিয় হতেই হবে, যার কার্যকরী রূপায়ণ ও অব্যর্থ উপায় একমাত্র মানবতার রাষ্ট্র ও যার একমাত্র প্রক্রিয়া মানবতার রাজনীতি।

 

হায়াত বলেন, মানুষ হিসেবে আমাদের অবশ্যই মানবতা হরনকারি সকল অপশক্তির একক গোষ্ঠীবাদি অপরাজনীতির বিরুদ্ধে আদর্শিক সংগ্রামী হতে হবে। জীবন, ধর্ম ও দেশ রক্ষার একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবিক ঐক্য ও ঐক্যবদ্ধ কর্মসূচি। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ না হলে জীবন,ধর্ম ও রাষ্ট্র অপশক্তির গ্রাসে জবরদখল ও ধ্বংস অনিবার্য।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট