চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব বসতি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

আজ বিশ্ব বসতি দিবস। সবার জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।

 

এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আজ সোমবার সকাল ১০টায় সিডিএ প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় সিডিএ হল রুমে আলোচনা সভা ও তরুণ পোশাজীবীদের পরিবেশনায় একটি সেমিনারের আয়োজন করেছে সিডিএ।

 

সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্রে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য স্নাতক সম্পন্ন করা মো. আকিবুর রহমান সিকদার, মৌমিতা অধিকারী ও অমৃতা দাশ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট