চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শহীদরা জাতির সম্পদ, দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৪ | ২:৩৫ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শহীদদেরকে কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই।

 

তিনি বলেন, লড়াই করে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা, যাদের স্বামীরা, যাদের বাবারা এ সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন, সে পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। জাতির অংশ হিসেবে আমরা এটুকু দায়িত্ব পালনের চেষ্ট করেছি।

 

তিনি শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি ময়দানে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি অধ্যাপক মু. জামাল উদদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান, ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য আবুল হাসেম খান, মাওলানা দেলাওয়ার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাউদ্দিন আইউবী প্রমুখ।

 

শহীদ পরিবারের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমরা আপনাদের পাশে গিয়েছি। আপনাদের অনুগ্রহ করার জন্য নয়। বরং আপনাদের দোয়াকে নিয়ে আমাদের বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র। আমাদের মর্যাদার পাত্র। আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামীদিনের নাগরিকরা যেন জানে তাদেরও আবু সাঈদরা ছিল।

 

তিনি বলেন, প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি দেয়। লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারও করুণার পাত্র হয়ে না থাকেন। তারা যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট