চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে উকিল নোটিশ

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২০ অপরাহ্ণ

দেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রোববার ডাকযোগে ও ই-মেইলে এই নোটিশ পাঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে এ নোটিশ পাঠানো হয়েছে।

 

অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার সাংবাদিকদের বলেন, “ভারতে প্রতি কেজি ইলিশ ১১৮০ টাকা দরে রপ্তানি শুরু হয়েছে। এখানে ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য খরচও যোগ হয়েছে। তাহলে আমাদের দেশে কেন এর কমে বিক্রি হবে না। অথচ আমাদের দেশে ১৭০০/১৮০০ টাকায় ইলিশ কিনতে হচ্ছে। ”তিনি বলেন, ইলিশ সাগরের মাছ, তাই এই মাছ পুকুরে বা অন্য কোনো স্থানে চাষ করতে হয় না। ফলে ইলিশে কোনো প্রকার উৎপাদন খরচ নেই। এটি শতভাগ প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজারমূল্যের চেয়ে কম দামে যেন রপ্তানি করা না হয়, সে বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে নোটিশে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে হাই কোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ার করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট