চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক একীভূত হবে: গভর্নর

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। গভর্নর বলেন, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে।

 

তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা ৯টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছি। আমরা ৩টি করে ব্যাংকের অডিট করবো। এ প্রক্রিয়ার শুরুতেই ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। ”টাস্কফোর্সের মাধ্যমে এসব ব্যাংকের প্রতিটি ঋণ অডিট করা হবে এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে’, বলেন গভর্নর। এছাড়াও তিনি বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর নিট ডিপোজিট ইতিবাচক রয়েছে বলে জানান। তিনি উল্লেখ করেন, গতকাল এসব ব্যাংকের ৮১০ কোটি টাকা নিট ডিপোজিট পজিটিভ ছিল। অর্থাৎ, যে পরিমাণ ডিপোজিট আসছে, তার তুলনায় তুলছে কম।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট