চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির জন্য আজ সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়ে আবেদনের শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

 

পরদিন শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার অন্য একটি মামলায় দুপুরে রিমান্ড মঞ্জুর করা হলেও বিকেলে তা বাতিল করা হয়।  

 

একইসঙ্গে ওইদিন তাকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।  

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট