চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৯

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮, ঢাকা উত্তর সিটিতে ৯৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩, খুলনা বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৫, রাজশাহী বিভাগে ৩ এবং রংপুর বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৫ জন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট