চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থবোধ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

 

উপ-পুলিশ কমিশনার তালেবুর বলেন, জাফর উল্যাহ এখন সুস্থ আছেন, তবে এখনও হাসপাতালেই আছেন।

 

গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষপর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার করা হলো কাজী জাফর উল্যাহকে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট