চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে: পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:২৭ অপরাহ্ণ

পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

 

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, এটি একধরনের রাজনৈতিক দলিল। রাজনৈতিক সরকার তাদের মতো করে পরিকল্পনা করবে, নীতি নির্ধারণ করবে। এতে রাজনৈতিক দিকনির্দেশনা থাকে। আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেব না। তারা ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেবে। সে জন্য অর্থনীতির জন্য দিকনির্দেশনা ও অর্থায়ন নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

 

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, অর্থনৈতিক দিকনির্দেশনা ও অর্থায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই টাস্কফোর্স প্রতিবেদন দেবে।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হয়। সভার পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 

আজকের একনেক সভায় সব মিলিয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১ হাজার ২২২ কোটি টাকা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট