চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, ঢাকা-চট্টগ্রামে কমতে পারে গ্যাসের চাপ

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১৫ অপরাহ্ণ

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ভারতের দিকে অবস্থান হচ্ছে। কিন্তু এর প্রভাবে দেশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির শঙ্কা আছে, বিশেষ করে উপকূলীয় এলাকায়। এমন পরিস্থিতিতে দেশে এলএনজি’র সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। যার প্রভাব পড়তে পারে ঢাকা ও চট্টগ্রাম নগরীতে।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে এলএনজির সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। সোমবার সন্ধ্যা-নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। সাময়িক অসুবিধার জন্য   দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট