চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাবেক এমপি লতিফকে আরও দুই মামলায় ‘শোন অ্যারেস্ট’

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২৪ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে নগরের চান্দঁগাও থানার আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

 

বিয়য়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজুর রহমান। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

 

উল্লেখ্য, গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়।  

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট