চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি করছে’

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, এখনো বিএনপির নামে এই চাঁদাবাজি, বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন।

 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সেলিমা রহমান বলেন, আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢোকাবেন না। কারণ এরা আওয়ামী লীগের, এরা এখন দলে ঢোকার চেষ্টা করছে।

 

এ সময় বিএনপির জোটসঙ্গীদের ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, সেই যুগপৎ আন্দোলনে উনারাও সঙ্গে ছিলেন, উনারাও আন্দোলন করেছেন। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকার। আমাদের এক থাকতে হবে।

 

ক্ষমতাচ্যুত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম ভোটার হয়েছে, কিন্তু দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারেননি। বিনা ভোটে একটা অবৈধ সরকার বার বার ক্ষমতায় এসে এ দেশের জনগণের পেটে লাথি মেরে তাদের ওপর স্টিমরোলার চালিয়েছে।

 

স্বৈরাচাররা ‘চুপচাপ নেই’ মন্তব্য করে সেলিমা রহমান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ বা ঘেরাও কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট