চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৬ অপরাহ্ণ

সরকার বদলের পর পরিবর্তনের হাওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেছেন। বুধবার সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসিয়েছে সরকার।

প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।গত বছরের ২ অগাস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভাপতি হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় তাকে সরে যেতে হল।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা মাহবুবুল আলম ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে এফবিসিসিআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জাফর ইকবাল জানিয়েছেন।ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ‘অসুস্থতাজনিত কারণে’ ইস্তফা দেওয়ার কথা বলেছেন মাহবুবুল আলম।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট