চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ফাইল ছবি

বিভাগীয় ও জেলা শহর সফর করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:২৪ অপরাহ্ণ

সবাইকে সংগঠিত করার জন্য ৬ সেপ্টেম্বর থেকে বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে জানিয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।

 

তিনি বলেন, আমর সাধারণ জনগণের সঙ্গে কথা বলবো, তারা কি চায় সেটা জানবো, আমরাও কিছু পরামর্শ দিবো। এরপর মানুষ যা চায় তা বাস্তবায়ন করবো।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবু বাকের মজুমদার এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন অপকর্মের জন্য সারাদেশে সিন্ডিকেট তৈরি করেছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জায়গায় এখনো এসব সিন্ডিকেট চলছে। অনেক জায়গায় শুধু মাথা পরিবর্তন হয়েছে। কিন্তু সিস্টেম একই রয়ে গেছে। আমরা সব ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছি।

 

কাউকে আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম যে বাংলাদেশে চায় সবাইকে সেই বাংলাদেশকে স্বাগত জানাতে হবে। তাই আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করুন। আইন নিজের হাতে তুলে নিবেন না। কারও অপরাধ খুঁজে পেলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। আমরা একটি আইনের শাসনের দেশ চাই। যারাই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে ছাড় দেওয়া হবে না।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট