বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের বয়স খুবই কম। সরকারকে সময় দিতে হবে। সময় দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে একটি মহল। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দেবেন।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সেখান থেকে সবাই বিরত থাকবেন। যদি দেখেন কেউ চাঁদাবাজি বা দখল করছে সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। বর্তমান সরকার জনগণের দাবি অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
একইদিন বিকালে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও পালায়নি। তারা ষড়যন্ত্র করছে, আমাদের সতর্ক থাকতে হবে।
এই বিএনপি নেতা বলেন, বর্তমানে আমরা একটা মুক্ত বাংলাদেশে আছি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়েছে। রয়ে গেছে তাদের প্রেতাত্মারা। আমাদের ঐক্যকে শক্ত করে ধরতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকার যাতে পুনরায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ