চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। নদনদীগুলোর পানি বেড়ে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থায় দেশের ছয়টি জেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের সহযোগিতায় কাজ করছেন সেনা সদস্যরা। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ তথ্য জানানো হয়েছে। 

যদিও সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট