চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েলসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি একসময় র‍্যাবের মুখপাত্র ছিলেন।

 

মঙ্গলবার রাতে তাজুলকে রাজধানীর গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে ও তাজুল ইসলামকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা, মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে তাজুলকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট