চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাম্য আর গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলতে হবে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

৭ আগস্ট, ২০২৪ | ৫:০১ অপরাহ্ণ

আমরা শান্তি, সাম্য আর গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ বুধবার নয়াপল্টনে সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।

তিনি বলেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা জানাই।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট