চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৪ | ৬:৫৭ অপরাহ্ণ

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা।

 

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় ইইউ দূতাবাস এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ উদ্বেগের কথা জানান।

 

ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছে, সেটাকে স্বাগত জানাই।

 

জরুরিভিত্তিতে সংযত থাকাসহ সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন ইইউর রাষ্ট্রদূতরা। এদিকে, ঢাকায় মার্কিন দূতাবাসও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট