আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এদিন দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবেই দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলবেন, সেজন্যই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
পূর্বকোণ/মাহমুদ