চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আমির খসরুসহ কারাগারে বিএনপির ৩৯৬ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৪ | ৭:৩৪ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিটিভি ভবনে হামলা-ভাংচুরসহ বিভিন্ন থানায় নাশকতার পৃথক কয়েকটি মামলায় এই আদেশ দেয়া হয়।

 

বুধবার (২৪ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে, তিন দিনের রিমান্ড শেষে আমির খসরুকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা।

 

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমির খসরুর পক্ষে ডিভিশন ও চিকিৎসা সুবিধার আবেদন করা হয়েছে। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন এবং চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।

 

গত ২১ জুলাই আমির খসরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার অভিযোগে বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট