চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঋণ-ক্রেডিট কার্ডের বিলম্ব ফি পরিশোধে জরিমানা দিতে হবে না

পূর্বকোণ ডেস্ক

২৪ জুলাই, ২০২৪ | ৭:০১ অপরাহ্ণ

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনেকেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেননি। এজন্য ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে জরিমানা নেবে না। ঋণ পরিশোধে বিলম্ব হলেও জরিমানা দিতে হবে না। নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ করতে না পারায় ব্যাংকগুলো এজন্য অতিরিক্ত সুদও আরোপ করবে না।

 

গতকাল মঙ্গলবার ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিদেশি খাতের স্টান্ডার্ড চার্ডার্ড ব্যাংকসহ কয়েকটি ব্যাংক গ্রাহকদের মোবাইলে খুদে বার্তায় এ তথ্য জানিয়ে দিয়েছে।

ব্যাংকের খুদে বার্তায় জানানো হয়, সারাদেশে সাধারণ ছুটি থাকায় যেসব গ্রাহক ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধ করতে পারেননি তাদের ওপর অতিরিক্ত কোনো সুদ চার্জ করা হবে না। একই সঙ্গে গ্রাহকরা যে কোনো এটিএম ও পিওএস বুথ থেকে টাকা তুলতে পারবেন।

 

সিটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট অনেকে পরিশোধ করতে পারেননি । এজন্য গ্রাহকের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না এবং সব গ্রাহকই এই সুবিধা পাবেন। যেহেতু সরকার কর্তৃক সিদ্ধান্ত হয়েছে বন্ধ থাকবে তাই এই সময়ে পরিশোধে ব্যর্থ হলে কোনো গ্রাহকের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। এটা ব্যাংকগুলোর নিজেদের সিদ্ধান্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, আমরা এরই মধ্যে জানতে পেরেছি অনেকগুলো ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বার্তা দিয়ে জানিয়েছে তারা অতিরিক্ত সুদ চার্জ করবে না। তবে আজ বুধবার বাংলাদেশ ব্যাংক খুলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্কুলার ইস্যু করে গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ আরোপ হবে না তা স্পষ্ট করে দেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট