
রাজধানীজুড়ে ক’দিন ধরেই বিভীষিকাময় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া আর সংঘর্ষের এক পর্যায়ে দুর্বৃত্তদের চালানো নৃশংসতায় আঁতকে ওঠেন রাজধানীবাসী। পরে দেশব্যাপী কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।রোববার (২১ জুলাই) সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে যারাই বিনা প্রয়োজনে বের হয়েছেন তাদের আটকে দিচ্ছে পুলিশ। অনেককেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, রাজধানীসহ সারা দেশে এবার কঠোর অভিযানে নেমেছে পুলিশ। সড়কে অপ্রয়োজনে যারা বের হয়েছেন তাদের আটকে পরিচয় যাচাই করা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে। কারো ফোনে অপ্রীতিকর কিছু মিললেই সঙ্গে সঙ্গে তাকে আটক করা হচ্ছে। রোববার মোহাম্মদপুর থানার সামনে থেকে ১২ জনকে আটক করা হয়েছে।এদিকে দুপুরে কোটা পুনর্বহাল ইস্যুতে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রায়ে আপিল বিভাগ জানান, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এ ছাড়া ৫ শতাংশ হবে মুক্তিযোদ্ধা কোটায় এবং ১ শতাংশ থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাকি ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায়।