কক্সবাজারে নিজের বাড়ি-ভিটা দখলের অভিযোগে স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছেন পরিবেশকর্মী দিদারুল আলম। গত ১০ জুন থেকে তিনি এ অনশনে বসেন বলে জানা গেছে।
তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসে এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেম তার বাড়ি-ভিটা, মাছের খামার, কৃষি জমিসহ ৬ একর জায়গা জোর করে দখল করে নেন। ঘটনায় থানায় অভিযোগ করলেও তিন বছরেও কোনও মামলা হয়নি। এমনকি জাহাঙ্গীর কাশেম যুদ্ধাপরাধী পিতার নামে প্রতিষ্ঠিত স্কুলের নামে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন দিদার। বারবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে স্ত্রী-সন্তান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেন তিনি।
তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আট মাসের অন্তঃসত্ত্বা। আমার কতটা কষ্ট হচ্ছে তা আমি ছাড়া কেউ জানে না। সাইক সুলতান তুরাব (৭) ও নওশিন নাজিয়াত (২) নামে আমার দুটি শিশুসন্তান আছে। আমাদের এখন আর কোনও উপায় নেই। আমরা যদি বিচার না পাই তাইলে এখানেই আত্মহত্যা করব। না হলে আমরা গাড়ির নিচে পইড়া মারা যাব। এছাড়া আমার আর কোনও পথ খোলা নাই।’
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘আমি এই থানায় আছি ছয় মাস ধরে। সাড়ে তিন বছর আগের ঘটনা সম্পর্কে কিছু জানি না। তিনি থানায় এসেছিলেন কিনা, কোনও অভিযোগ করেছিলেন কিনা অথবা কেন মামলা হয়নি, এসব বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।’
পূর্বকোণ/পিআর/এএইচ