চট্টগ্রাম বুধবার, ০৩ জুলাই, ২০২৪

হলি আর্টিজানে হামলার ৮ বছর আজ

অনলাইন ডেস্ক

১ জুলাই, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

রাজধানীর গুলশান-২ এর লেক পাড়ের হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা হয়েছিল ২০১৬ সালের ১ জুলাই। আট বছর আগের ওই রাতে অস্ত্রের মুখে বেকারিতে থাকা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে জঙ্গিরা। ভয়াবহ সেই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ নিহত হন ২২ জন।

 

সেই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হলি আর্টিজানের হত্যাযজ্ঞ ও জিম্মিদশা বন্ধ করতে পারেনি। পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্ট’-এ অবসান হয় ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মিদশার। নিহত হয় হামলাকারী পাঁচ জঙ্গি- রোহান ইমতিয়াজ, সামিউল মোবাশ্বির, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম।

 

জঙ্গিরা সেই রাতে কুপিয়ে ও গুলি করে মোট ২২ জনকে হত্যা করে। জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাতে গিয়ে বোমা হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। সেই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ।

 

এদিকে, হলি আর্টিজানে নিহতদের স্মরণে সোমবার (১ জুলাই) সকালে বিভিন্ন সংগঠন হামলার স্থানটিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট