চট্টগ্রাম শনিবার, ২৯ জুন, ২০২৪

সর্বশেষ:

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৪ | ৭:৪৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিহত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বুধবার (২৬ জুন) দুপুর ২টার দিকে ফতুল্লার মেঘনা ডিপোর জেটিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ বলেন,  ‘ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণের পরে ট্রলারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া একজন দগ্ধ হয়েছেন।  আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।’

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট