চট্টগ্রাম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হজে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ১১৬৪০ জন

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২৪ | ১:১৯ অপরাহ্ণ

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার সকাল পর্যন্ত ৩০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন। সোমবার (২৪ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

হেল্পডেস্কের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত ৩০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন হাজি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইট রয়েছে। হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে ২২ জুলাই।

 

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জন বংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।‌ এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং বাকি ২৭ জনের মৃত্যু হয় হজের আনুষ্ঠানিকতা শুরুর পর।

 

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৯ জন নারী। মক্কায় ৩৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট