চট্টগ্রাম সোমবার, ২৪ জুন, ২০২৪

সর্বশেষ:

চিকিৎসার জন্য মহেশখালী থেকে ঢাকায় গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ

চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন একই পরিবারের চার সদস্য। কিন্তু রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনেরই।

 

এ পরিবারের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। পরিবারের সদস্য রুকসির ব্রেইন টিউমার হওয়ায় চিকিৎসার জন্য তারা ঢাকায় এসে বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

 

সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ২০ বছর বয়সী রুকসি আক্তার। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। রবিবার ভোর ৫টা ৫ মিনিটে রুকসিরও মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

 

এর আগে রুকসির তিন বছরের ছেলে আয়ান, বোন ফুতু আক্তার (১৮) এবং তাদের বাবা আব্দুল মান্নান (৬০) এ দুর্ঘটনায় মারা যান।

 

পরিবারটির আত্মীয় আহমেদ মোস্তফা বলেন, গত ৬ তারিখ এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। ওইদিন সন্ধ্যায় বিদ্যু চলে যায়। রুমে এসি চালানো ছিল। আবার বিদ্যুৎ আসার পর বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট