চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমল

অনলাইন ডেস্ক

৩ জুন, ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

জুন মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে এই দাম ছিল এক হাজার ৩৯৩ টাকা।

 

সোমবার (৩ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন।

 

এদিন সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। প্রতি কেজি এলপিজির খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৫ পয়সা। এতে কমছে প্রায় সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম।

 

একটানা আট মাস বাড়ার পর গত তিন এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয় এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা করা হয়। সেখান থেকে মে মাসে করা হয় আগে এক হাজার ৩৯৩ টাকা।

 

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

 

যদিও বিইআরসির নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে এলপিজি কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ।

 

এদিন এলপিজির পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। জুনে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা, যা গত মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট