চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

১৮ মে, ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এরপর সেটি উদ্ধার করে কমলাপুর স্টেশনে নিয়ে আসা হয়।

 

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানান, কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুর স্টেশনে ঢোকার সময় খিলগাঁও রেলগেটে ইঞ্জিন থেকে হুক খুলে যায়। ওই ইঞ্জিনে আর কাজ করা যাবে না। এরপর ট্রেনটি উদ্ধারে কমলাপুর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়। এরপর ট্রেনটি উদ্ধার করে কমলাপুর স্টেশনে নিয়ে আসা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট