চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

‘ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত’

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে। অথচ আজ সাত মাসের বেশি ফিলিস্তিনের ওপর গণহত্যা হচ্ছে, নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই তারা। বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদের চিনে রাখতে হবে, এদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি এই মানববন্ধন করে।  

 

এসময় মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট